এখন বিকাশ একাউন্ট থেকে নগদ ও রকেট একাউন্ট এ টাকা পাঠান এবং নগদ ও রকেট একাউন্ট থেকে বিকাশ এ একাউন্ট এ টাকা পাঠান।

About Me

আজ TunerHunt.Com (টিউনারহান্ট.কম) এ আপনাকে স্বাগতম। সকল ধরনের খেলার লাইভ স্ট্রিমিং দেখতে আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন। স্বল্প মূল্যে নিজের জন্য এরকম একটি সাইট কিনতে এডমিনের সাথে যোগাযোগ করুন।

Buy Site Like This Just For ৳100 Tk?
Contract Admin

এখন বিকাশ একাউন্ট থেকে নগদ ও রকেট একাউন্ট এ টাকা পাঠান এবং নগদ ও রকেট একাউন্ট থেকে বিকাশ এ একাউন্ট এ টাকা পাঠান।

এখন বিকাশ একাউন্ট থেকে নগদ ও রকেট একাউন্ট এ টাকা পাঠান এবং নগদ ও রকেট একাউন্ট থেকে বিকাশ এ একাউন্ট এ টাকা পাঠান।
মোবাইলের আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্ত:লেনদেন সুবিধা চালু হচ্ছে। এখন থেকে বিকাশ, রকেট, এম ক্যাশ ও ইউক্যাশের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে লেনদেন করতে পারবে। পাশাপাশি ব্যাংক ও এমএফএসের মধ্যেও করা যাবে লেনদেন।



আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে সফলভাবে পাইলট টেস্টিং সম্পন্নকারী ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টার-অপারেবিলিটি বা পারস্পরিক (লাইভ) লেনদেন সুবিধা চালু করা হবে।

বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়। কিন্তু এক এমএফএস থেকে অন্য এমএফএসে টাকা পাঠানো যায় না। অর্থাৎ বিকাশ গ্রাহকরা নগদে কিংবা রকেটে, নগদ গ্রাহকরা বিকাশ কিংবা রকেটে, রকেট গ্রাহকরা বিকাশ কিংবা নগদে টাকা পাঠাতে পারতেন না। কিন্তু এখন পারবে এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ টাকা পাঠাতে।

আপাতত ৪টি ব্যাংক ও ৪টি এমএফএস প্রতিষ্ঠান এই সেবায় যুক্ত হয়েছে। অন্যদের আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে আন্ত:লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সেবা চালু হলে গ্রাহকেরা সহজেই ব্যাংক থেকে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের হিসাবে এবং এমএফএস প্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করতে পারবেন। তবে এই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো মাশুল নেও হবে না। টাকা উত্তোলনের খরচ থাকছে আগের মতোই।

দেশে নগদ অর্থের লেনদেন কমাতে সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:লেনদেন সেবা বাস্তবায়নের কাজ চলছে।

এমএফএস প্রোভাইডারের (পি-টু-পি) হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রাপক এমএফএস প্রোভাইডার প্রেরক এমএফএস প্রোভাইডারকে সাকুল্যে লেনদেন করা অর্থের ০.৮০% ফি প্রদান করবে। এছাড়া ব্যাংক হিসাব থেকে এমএফএস হিসাবে এবং এমএফএস হিসাব থেকে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর, উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার সংশ্লিষ্ট ব্যাংককে সাকুল্যে লেনদেনকৃত অর্থের ০.৪৫% ফি প্রদান করবে।

0 Response to "এখন বিকাশ একাউন্ট থেকে নগদ ও রকেট একাউন্ট এ টাকা পাঠান এবং নগদ ও রকেট একাউন্ট থেকে বিকাশ এ একাউন্ট এ টাকা পাঠান।"

Post a Comment